Advertisement

মিরাজ বিশ্বাসই করতে পারছেন না, ৩২১ রান করেও হারতে হয়েছে



তিনটি নাম আর কিছু সংখ্যা এদিক-ওদিক হয়েছে, আর না হলে সেন্ট কিটসে গতকাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডেটাকে প্রথম ম্যাচের ফটোকপিই বলা যেত! প্রথম ওয়ানডেতে ২৯৪ রান করে বাংলাদেশ হেরেছিল ৫ উইকেটে। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল শাই হোপের ৮৬, শেরফান রাদারফোর্ডের ১১৩ ও জাস্টিন গ্রিভসের অপরাজিত ৪১ রানের কাছে। মেহেদী হাসান মিরাজরা হেরেছিলেন ম্যাচের ১৪ বল বাকি থাকতেই।গতকাল তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে মূলত কিসি কার্টির ৯৫, আমির জাঙ্গুর অপরাজিত ১০৪ ও গুড়াকেশ মোতির অপরাজিত ৪৪ রানের ইনিংসে।

৫ উইকেটে ৩২১ রান করার পরও ম্যাচটি মিরাজরা হেরেছেন ২৪ বল বাকি থাকতে, ৪ উইকেটে। এত বেশি রান করার পরও এভাবে ম্যাচ হারতে হবে, এটা বিশ্বাসই করতে পারছেন না বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটি কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১৪ এশিয়া কাপে মিরপুরে বাংলাদেশের দেওয়া ৩২৭ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে পেরিয়ে গিয়েছিল বাংলাদেশ।

ম্যাচ শেষে মিরাজ বলেছেন, ‘৩২০ রান (আসলে ৩২১) করার পর হেরে যাওয়াটা হতাশার। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এ ম্যাচটা আমরা হারতে পারি। সত্যি বলতে কি, ২০ ওভারের মধ্যে (১৪.১ ওভারে ৮৬/৪) আমরা ৪ উইকেট তুলে নিয়েছি। কিন্তু পরে তারা ১৫০ রানের (পঞ্চম উইকেটে ১৩২ রান) একটি জুটি গড়ল এবং তারা যখন প্রচুর বাউন্ডারি মারছিল, আমরা উইকেট নিতে পারিনি।’ বোলারদের ব্যর্থতার কথাই বললেন মিরাজ, ‘যেভাবে বল করার দরকার ছিল, তা আমরা করতে পারিনি এবং সমস্যা সম্ভবত এটাই ছিল।’

মিরাজ এরপর যোগ করেন, ‘ওভারপ্রতি তাদের সাড়ে ছয়ের কাছাকাছি রান করতে হতো এবং চেজ করার সময় আপনাকে হিসাবি হতে হবে আর আমাদেরও একই কাজ করতে হতো। নিশ্চিত করেই উইকেট ভালো ছিল এবং আমরা ছোট ছোট ভুল করেছি। আমরা যদি ওই ভুলগুলো না করতাম, এর চেয়ে ভালো করতে পারতাম।’ মিরাজ এখানেই থামেননি। তিনি বলে চলেন, ‘এই ধরনের উইকেটে যেকোনো বোলারের জন্যই কঠিন। কারণ, আপনি এখান থেকে আপনি তেমন কোনো সুবিধা পাবেন না এবং ব্যাটসম্যানরা যখন প্রচুর শট খেলে, রান করার সুযোগ বেড়ে যায়।’

চ্যাম্পিয়নস ট্রফির আগে এভাবে সিরিজ হেরে যাওয়ার পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসে ফাটল ধরতে পারে বলে মনে করেন মিরাজ, ‘এ বছরের দিকে তাকান, (টি-টোয়েন্টি) বিশ্বকাপের পর আমরা ছয়টি ওয়ানডে খেলেছি, এর মধ্যে পাঁচটিই হেরেছি। আমরা টেস্ট খেলছিলাম। কিন্তু আমাদের মনে হয়, ওয়ানডে নিয়ে ভাবা উচিত। সামনে যেহেতু চ্যাম্পিয়নস ট্রফি, (ওয়ানডে ম্যাচ) জিততে পারলে ভালো হতো। আমাদের আত্মবিশ্বাস বাড়ত।’

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা: রেমিট্যান্সের ডলার ১২৩ টাকা

    দেশের ব্যাংকগুলোকে ১২৩ টাকার বেশি দামে রেমিট্যান্স বা প্রবাসী আয় না কেনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ…আরও পড়ুন

  2. দিল্লিকে ‘ঢাকা অ্যাটাক’ করতে বলেছিলেন শেখ হাসিনা

    ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা ৫ আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা…আরও পড়ুন

  3. ২০২৪ জুলাই এ নিহত অনেককে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন, পরিচয় শনাক্তের চেষ্টা কম

    রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা ব্যক্তিদের কতজন গণ–অভ্যুত্থানে নিহত, কোন কবর কার, তা …আরও পড়ুন

  4. ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে পরিবারের উদ্যোগ মরহুম এ টি এম ওয়ালী আশরাফের ৩০তম স্মরণ সভা অনুষ্ঠিত

    আজ ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে পরিবারের উদ্যোগ মরহুম এ টি এম ওয়ালী আশরাফের ৩০তম স্মরণ সভার আয়োজন …আরও পড়ুন

  5. বিপিএল ২০২৫ সময় সূচি

    আরও পড়ুন

  6. মিয়ানমার নিয়ে বৈঠকে বাংলাদেশ, ভারত, চীনের যেসব হিসাব নিকাশ

    মিয়ানমারের সংকট নিয়ে দেশটির প্রতিবেশী বিশেষ করে সীমান্তঘেঁষা দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে…আরও পড়ুন

  7. সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ৩০ জুনের আগেই

    চাকরিজীবীদের জন্য আগামী ৩০ জুনের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয…আরও পড়ুন

  8. ৪ থেকে ৫ আগস্ট কী ঘটেছিল সেনাভবনে?

    জুলাই অভ্যুত্থান তখন চূড়ান্ত পর্যায়ে।  আন্দোলন দমাতে রাজধানীসহ সারাদেশে চলছে স্বৈরাচার হাসিনা সরকা…আরও পড়ুন

  9. এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস

    রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘসহ (আরএসএস) কয়েকটি সংগঠন বাংলাদেশে ‘হিন্দু নিপীড়নে’র অভিযোগ তুলে এবার দিল্ল…আরও পড়ুন

বিভাগের খবর