Advertisement

হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচনে যাবে না নাগরিক কমিটি

 

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাফ জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার ছাড়া তারা কোনো নির্বাচনে অংশ নেবেন না।

বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ‘ছাত্র-গণহত্যা ও ফ্যাসিবাদবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে’ আয়োজিত এক কাউন্সিলর সমাবেশে তিনি এসব কথা বলেন।  

নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, গত পনেরো বছরে দেশের ভোটব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে যে, যারা আমাদের ভবিষ্যৎ নষ্ট করেছে, শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে, তাদের বিচার না হলে আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। গত ১৫ বছরে যারা গুম, খুন এবং পঙ্গুত্ব বরণ করেছে, তাদের ন্যায্য হিস্যা নিশ্চিত না করে কোনো দল বা ব্যক্তি নির্বাচনে গেলে তারা জাতীয় শত্রু হিসেবে পরিচিত হবে।"  

তিনি আরও বলেন, "আমরা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এখনো পুরোপুরি বুঝে পাইনি। জামায়াতে ইসলামী ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ভূমিকা নিয়েও এখনও জাতির কাছে স্বচ্ছতা আসেনি। ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসনে আমাদের পদানত রাখা হয়েছে। বিচারবিহীন কোনো নির্বাচনে আমরা আর যাব না।"

নাসির উদ্দিন একটি নতুন রাজনৈতিক দলের গঠনের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, "জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করা হবে। এই দলে সকল ত্যাগী নেতাকর্মীর ভূমিকা মূল্যায়ন করা হবে। আমরা বিশ্বাস করি, এই দল বিদেশি ষড়যন্ত্র ও ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে সক্ষম হবে।" 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান। সঞ্চালনায় ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, এবং বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্…আরও পড়ুন

  2. বাঞ্ছারামপুরের বিথি রেমিটেন্স উৎসবে উপহার জিতে খুশি

    বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসবে লটারিতে সারা দেশের মধ্যে প্রথম হয়ে কানের দুল ও এক জোড়া হার…আরও পড়ুন

  3. বাঞ্ছারামপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পে রোগীরা পেল উন্নত চিকিৎসা

    রোববার (১৬ ফেব্রুয়া‌রি) সকাল ১০টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের…আরও পড়ুন

  4. নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের সুপারিশ

    আরও পড়ুন

  5. আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

    এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডিও পার হতে …আরও পড়ুন

  6. অমর একুশে বইমেলার পর্দা উঠলো

    অমর একুশে বইমেলা-২০২৫ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংল…আরও পড়ুন

  7. নির্বাচনের জন্য সংস্কার লাগবে, সংস্কার শেষ করার জন্যও নির্বাচন লাগবে: জোনায়েদ সাকি

    নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জো…আরও পড়ুন

  8. বিএনপি প্রার্থী রাইকা ওয়ালী খান, নিজের নির্বাচনী এলাকায় জনগণের সাথে মতবিনিময় করবেন

    ব্রাহ্মনবাড়ীয়া-৬ (বাঞ্ছারামপুর উপজেলার) আসনের দুইবারের সংসদ সদস্য  মরহুম এ টি এম  ওয়ালী আশরাফ সাহেবের…আরও পড়ুন

  9. ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে পরিবারের উদ্যোগ মরহুম এ টি এম ওয়ালী আশরাফের ৩০তম স্মরণ সভা অনুষ্ঠিত

    আজ ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে পরিবারের উদ্যোগ মরহুম এ টি এম ওয়ালী আশরাফের ৩০তম স্মরণ সভার আয়োজন …আরও পড়ুন

  10. রাজনীতিতে নাম লেখানোর প্রশ্নে যা বললেন তামিম

    সতীর্থ সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা নাম লিখিয়েছিলেন রাজনীতির অধ্যায়ে। ছিলেন আওয়ামী লীগের …আরও পড়ুন

বিভাগের খবর

BD POST on Facebook

BD POST on YouTube