Advertisement

সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

 


দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (০৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে।

অধ্যাপক ইউনূস বলেন, যে খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয়, খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনাও তার তত বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তা-ই।  

বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধকৌশল ও দক্ষতা প্রশংসনীয় মন্তব্য করে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে।

প্রধান উপদেষ্টা অনুশীলনস্থলে উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রমুখ।


-------বাংলা নিউজ ২৪

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. মিরাজ বিশ্বাসই করতে পারছেন না, ৩২১ রান করেও হারতে হয়েছে

    তিনটি নাম আর কিছু সংখ্যা এদিক-ওদিক হয়েছে, আর না হলে সেন্ট কিটসে গতকাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ত…আরও পড়ুন

  2. কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা: রেমিট্যান্সের ডলার ১২৩ টাকা

    দেশের ব্যাংকগুলোকে ১২৩ টাকার বেশি দামে রেমিট্যান্স বা প্রবাসী আয় না কেনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ…আরও পড়ুন

  3. দিল্লিকে ‘ঢাকা অ্যাটাক’ করতে বলেছিলেন শেখ হাসিনা

    ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা ৫ আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা…আরও পড়ুন

  4. ২০২৪ জুলাই এ নিহত অনেককে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন, পরিচয় শনাক্তের চেষ্টা কম

    রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা ব্যক্তিদের কতজন গণ–অভ্যুত্থানে নিহত, কোন কবর কার, তা …আরও পড়ুন

  5. ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে পরিবারের উদ্যোগ মরহুম এ টি এম ওয়ালী আশরাফের ৩০তম স্মরণ সভা অনুষ্ঠিত

    আজ ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে পরিবারের উদ্যোগ মরহুম এ টি এম ওয়ালী আশরাফের ৩০তম স্মরণ সভার আয়োজন …আরও পড়ুন

  6. বিপিএল ২০২৫ সময় সূচি

    আরও পড়ুন

  7. মিয়ানমার নিয়ে বৈঠকে বাংলাদেশ, ভারত, চীনের যেসব হিসাব নিকাশ

    মিয়ানমারের সংকট নিয়ে দেশটির প্রতিবেশী বিশেষ করে সীমান্তঘেঁষা দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে…আরও পড়ুন

  8. সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ৩০ জুনের আগেই

    চাকরিজীবীদের জন্য আগামী ৩০ জুনের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয…আরও পড়ুন

  9. ৪ থেকে ৫ আগস্ট কী ঘটেছিল সেনাভবনে?

    জুলাই অভ্যুত্থান তখন চূড়ান্ত পর্যায়ে।  আন্দোলন দমাতে রাজধানীসহ সারাদেশে চলছে স্বৈরাচার হাসিনা সরকা…আরও পড়ুন

  10. এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস

    রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘসহ (আরএসএস) কয়েকটি সংগঠন বাংলাদেশে ‘হিন্দু নিপীড়নে’র অভিযোগ তুলে এবার দিল্ল…আরও পড়ুন

বিভাগের খবর